ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রথযাত্রায় ভক্তদের মাঝে ধামরাই যুবলীগের পানি বিতরণ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৭ জুলাই ২০২৪  
রথযাত্রায় ভক্তদের মাঝে ধামরাই যুবলীগের পানি বিতরণ

ঢাকার ধামরাইয়ে তীব্র গরমের মধ্যে রথযাত্রা উৎসবে আসা ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ধামরাই যুবলীগের পক্ষ থেকে পানি বিতরণ করা হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত রথযাত্রার পথে পথে পানি বিতরণ করা হয়। 

আয়োজকরা জানান, অতিরিক্ত গরমে কষ্ট পাচ্ছিলেন ভক্ত-দর্শনার্থীরা। তাদেরকে একটু প্রশান্তি দিতে প্রায় তিন হাজার বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। রথযাত্রা উপলক্ষে ধামরাই বাজার এলাকায় সব দোকানপাট বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন অনেকেই। এরমধ্যে পানি পেয়ে উচ্ছ্বসিত ভক্ত-দর্শনার্থীরা।

ভক্ত রত্না দাস বলেন, ‌‌‌‘কোনো দোকানপাট খোলা ছিল না। পানি খুঁজে পাচ্ছিলাম না। এরমধ্যে যুবলীগের দাদারা বিনামূল্যে পানি দিয়েছেন।’

পানি বিতরণের সময় ঢাকা জেলা যুবলীগের সদস্য জাকারিয়া দিপু বলেন, ‘রথযাত্রা উৎসব ধামরাইয়ের ইতিহাস ঐতিহ্যের অংশ। প্রতি বছর এ উৎসবে দেশ বিদেশের হাজারো মানুষ যোগ দেন। তীব্র গরমে ভক্ত ও দর্শনার্থীদের কথা মাথায় রেখে যুবলীগের পক্ষ থেকে পানি বিতরণ করা হয়। আগামীতেও যুবলীগ এমন কর্মকাণ্ড অব্যাহত রাখবে।’

সাব্বির/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়