ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা আন্দোলন 

বেরোবি শিক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ৮ জুলাই ২০২৪  
বেরোবি শিক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ 

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। এসময় সড়কের ‍দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

সোমবার (৮ জুলাই) দুপুরে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বেরোবি’র বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর নগরীর প্রবশদ্বার মডার্ণ মোড়ে গিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

আরো পড়ুন:

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটার কারণে আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে। কোনো রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা থাকতে পারে না। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার প্রভাব অনেক বেশি। আমরা কোটা বাতিল না, সংস্কার চাই। দ্রুত কোটা সংস্কার না করলে আমরা রাজপথ ছাড়ব না।’

আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়