ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে আড়াই কেজি ‘সাপের বিষ’ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২৭ জুলাই ২০২৪   আপডেট: ০৯:০১, ২৭ জুলাই ২০২৪
জয়পুরহাটে আড়াই কেজি ‘সাপের বিষ’ উদ্ধার

উদ্ধার করা ‘সাপের বিষ’

জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কেজি ‘সাপের বিষ’ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বিরামপুর উপজেলা সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে শুক্রবার (২৬ জুলাই) ভোর রাতের দিকে বিষগুলো উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের ঘাসুরিয়া বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করেন। টহল দল সীমান্ত পিলার ২৮৯/৪১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ দামোদরপুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় দুটি কাঁচের পাত্রে দুই কেজি ৪শ ৬৬ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

রিফা সানজিদা/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়