ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
বুধবার (৩১ জুলাই) দুপুরের দিকে জেলা শহরের আর্ট গ্যালারি এলাকার একাত্তরের অপরাজয় চত্বরে এ ঘটনা ঘটে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুম গ্রেপ্তারকৃত সকল সমন্বয়ক ও শিক্ষার্থীদের অবিলম্বে নি:শর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দমন পীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচার ও ৯ দফা দাবিতে অপরাজয় চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ শুরু করে। এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীরা জানান, বেলা ১২টার দিকে টাঙ্গন নদীর পাড়ে অপরাজেয় একাত্তরের সামনে তাড়া জড়ো হতে থাকেন। এ সময় তাদের সেখান থেকে বের হয়ে যেতে বলে পুলিশ। শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুমকিও দেওয় হয় ও লাঠিচার্জ করে। পরে সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট চত্বরের অভিমুখে আসলে পুলিশ পৌরসভার গেটের সামনে আবারও ব্যারিকেড দেয়। আবারও ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করেন। এ সময় একাধিক শিক্ষার্থী আহত হন।
আশ্রমপাড়া থেকে আসা এক অভিভাবক মোমিনা বেগম বলেন, আমি আজ শিক্ষার্থীদের সাথে এসেছি। আমি চাই আর কোনো মায়ের কোল খালি না হয়। যাদের আটক করা হয়েছে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, শিক্ষার্থীদের লাঠিচার্জ করা হয়নি। শুধুমাত্র সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেনি।
মঈনুদ্দীন/ইমন