ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলনে নিহত‌দের স্মরণে বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ২ আগস্ট ২০২৪  
আন্দোলনে নিহত‌দের স্মরণে বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে হতাহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা

বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুক্রবার (২ আগস্ট) নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়। 

এর আগে শিক্ষার্থীরা নগরীর জিলা স্কুল মোড় থেকে গান গেয়ে র‌্যালি করে শহিদ মিনারে আসেন। সেখা‌নে হতাহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। 

আরো পড়ুন:

সংক্ষিপ্ত বক্তৃতায় বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুজাইফা রহমান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন- লামিয়া সাইমুন, অর্পিতা নন্দি বন্যি, রাইজুল ইসলাম সাকিব, শশী রায়, রুবাইয়া, নয়ন সরকার জয়, সুজন সিকদার, আরিফ শাহরিয়ার প্রমুখ।

আরিফুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়