চট্টগ্রামে মেয়র-এমপি’র বাসায় হামলা, থানা ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের কোতোয়ালী থানায় আগুন দেওয়া হয়েছে
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং সংসদ সদস্যের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তারা আওয়ামী লীগ কার্যালয় আগুন এবং থানায় ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হামলাগুলো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকার ফজল মার্কেটে অবস্থিত নগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা। তারা নগরীর বহদ্দার হাটস্থ বহদ্দার বাড়ি এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে ভাঙচুর ও আগুন দেন। মেয়র বাড়িতে না থাকলেও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভাঙচুর এবং আগুন দেওয়া হয় রাউজান উপজেলার সাংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর চট্টগ্রাম নগরের বাসাতেও।
এদিকে, দুর্বৃত্তরা কোতোয়ালী, খুলশী থানা, দামপাড়া পুলিশ লাইন্স, জেলা পুলিশ লাইন্সসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও হামলা চালায়।
রেজাউল/মাসুদ