ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

সাতক্ষীরায় থানাসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ৬ আগস্ট ২০২৪  
সাতক্ষীরায় থানাসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সহিংস ঘটনায় সাতক্ষীরা সদরসহ বিভিন্ন উপজেলায় পৃথক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

এর মধ্যে আসাফুর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আসাফুর রহমান সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বৈকারী গ্রামের মৃত রাফেল সরদারের ছেলে।

এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও অনেকে। তাদেরকে সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামে দূর্বৃত্তরা আসাফুর রহমানকে পিটিয়ে হত্যা করে। রাত সোয়া ১২টার দিকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহমেদ হোসাইন তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা সদর, শ্যামনগর ও কলারোয়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আগে থানা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশ সদস্যদেরকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর পরপরই দুর্বৃত্তরা পৃথকভাবে থানায় ঢুকে ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে সাতক্ষীরার সদর থানায় গিয়ে দেখা গেছে অরক্ষিত অবস্থায় পড়ে আছে থানা ভবন। ভিতরে একটি রুম থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। থানার সকল দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়েছে। এই সুযোগে এক শ্রেণির দুর্বৃত্তরা বিভিন্ন বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শাহীন গোলদার/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়