ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

যশোরে একরাতে দুই প্রবাসীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১০ আগস্ট ২০২৪  
যশোরে একরাতে দুই প্রবাসীকে হত্যা

যশোরে একরাতে দুই প্রবাসীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ও বাহাদুরপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুড়ামনকাটির বাদিয়াটোলা গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে মেহের আলী (৪৫) ও বাহাদুরপুর আড়পাড়ার মোদাচ্ছের আলীর ছেলে জাহাঙ্গীর আলম মিঠু (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন মেহের আলী। শুক্রবার রাত ১১টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

অপরদিকে সন্ধ্যা ৬টার দিকে মিঠুকে তার বন্ধুরা চা খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। রাত ৮টার পর থেকে তার মুঠোফোনে ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে এলাকাবাসী মাঠে কাজ করতে গিয়ে তার গলাকাটা মরদেহ দেখতে পান।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হত্যার কারণ ও খুনিদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

রিটন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়