ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরের বর্ষীয়ান আ.লীগ নেতা সাজেদুর রহমান মারা গেছেন 

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১৮ আগস্ট ২০২৪  
নাটোরের বর্ষীয়ান আ.লীগ নেতা সাজেদুর রহমান মারা গেছেন 

সাজেদুর রহমান খাঁন

নাটোরের বর্ষীয়ান রাজনীতিক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন (৯০) মারা গেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)।

রোববার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুন:

কিডনিসহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে ছিলেন। এ বর্ষীয়ান নেতা দীর্ঘ ১৯ বছর নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা পরিষদের দুই বার চেয়ারম্যান নির্বাচিত হন।

তার প্রথম জানাজা বাদ আছর নাটোর কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। বিকেল ৬টায় জন্মস্থান গোবিন্দপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

আরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়