ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

আরএফএল গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ৩০ আগস্ট ২০২৪   আপডেট: ২১:০৮, ৩০ আগস্ট ২০২৪
আরএফএল গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে প্রাণ-আরএফএল-এর পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

আরও পড়ুন: আরএফএল গ্রুপের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট 

আরো পড়ুন:

সাদেকুল বারী বলেন, নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর একটি টিম। তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত করে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

এ বিষয়ে জানতে ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক ফজলে রাব্বির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়