ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:০৯, ২ সেপ্টেম্বর ২০২৪
এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চোরের ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। 

সোমবার (২ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে দুই যুবক চুরি করতে গেলে নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে এই হত্যাকাণ্ড ঘটে। 

নিহতরা হলেন- পাওয়ার প্ল্যান্টের নিরাপত্তা কর্মকর্তা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং রাশেদ জাওয়ারদার (২২)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি করতে গেলে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়। এই সময় দুই চোর দুই নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়