ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা, হেলপার নিহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:২৪, ৫ সেপ্টেম্বর ২০২৪
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা, হেলপার নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন অন্য একটি কাভার্ডভ্যানের হেলপার। কাভার্ডভ্যানটির চালকও আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের একটি ছোট কাভার্ডভ্যান সকাল সাড়ে ১০টার দিকে পৌলি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বড় কাভার্ডভ্যানের পেছনে  ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্টেডফাস্ট কুরিয়ারের কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়। আহত হয় ওই কাভার্ডভ্যানের চালক। কাভার্ডভ্যান ও নিহতের মরদেহ উদ্ধার করে এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। তবে দাঁড়িয়ে থাকা বড় কাভার্ডভ্যানটি ও এর চালককে আটক করা সম্ভব হয়নি।

কাওছার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়