ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

পীরগাছায় সোমবার ব্যবসা প্রতিষ্ঠান আধাবেলা বন্ধ ঘোষণা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ৮ সেপ্টেম্বর ২০২৪  
পীরগাছায় সোমবার ব্যবসা প্রতিষ্ঠান আধাবেলা বন্ধ ঘোষণা

রাঙ্গার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে পীরগাছা বিএনপি বিক্ষোভ মিছিল করে

রংপুরে বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পীরগাছা শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান আধাবেলা বন্ধ রেখে বিক্ষোভ করার সিদ্ধন্ত নিয়েছেন ব্যবসায়ী সমিতির নেতারা। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। উপজেলা শহর ব্যবসায়ী সমিতির নেতা মোখলেছুর রহমান টিটু এ তথ্য নিশ্চিত করেছেন। রাঙ্গা পীরগাছা ব্যবসায়ী সমিতির সভাপতি।

রোববার (৮ সেপ্টেম্বর) রাতে মোখলেছুর রহমান টিটু বলেন, আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভ সমাবেশের পাশাপাশি মামলা প্রত্যাহারে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। 

আরও পড়ুন: ছাত্র-জনতার মিছিলে গুলি, বিএনপি নেতার নামে মামলা

এদিকে, রাঙ্গার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ দুপুর থেকে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে পীরগাছা উপজেলার দলীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। একই সঙ্গে প্রতিবাদ সমাবেশ করেন। 

সমাবেশে বক্তব্য দেন- রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-েআহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, পীরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান রেজা, যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আব্দুল আলিম আলম, ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে আগামী ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামল দিয়ে তারা নিজ স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা থানা গেট অবরোধ করে চাপের মুখে মামলা নিতে বাধ্য করছে। এ জন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিজ উদ্যোগ প্রতিবাদ জানাচ্ছেন।’

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর থানায় আমিনুল ইসলাম রাঙ্গা বাদী হয়ে বাজারের দোকানপাট ভাঙচুরের অভিযোগ এনে একটি মামলা করেন। এর পরের দিন একরামুল নামের এক যুবক আমিনুল ইসলাম রাঙ্গার নাম উল্লেখ করে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন। এঘটনায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মামলার প্রতিবাদ জানিয়ে আগামীকাল উপজেলা বাজারের দোকানপাট অর্ধদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বলে শুনেছি।’ 

তিনি আরও বলেন, ‘এটি কোনো হরতালের ঘোষণা নয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিলেও যান চলাচলে কোনো বিঘ্ন হবে না বলে কথা দিয়েছেন তারা।’ 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিবর্ষণের অভিযোগ তুলে গতকাল ৭ সেপ্টেম্বর রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে একরামুল হক নামের এক যুবক বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেন। মামলায় রাঙা ছাড়াও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

আমিরুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়