ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:২৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

তিন দিন বন্ধ থাকার পর আবারও আংশিকভাবে উৎপাদন শুরু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের ১ নম্বর ইউনিট।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে শুরুতে ৬০ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। এছাড়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ রয়েছে ২০২০ সালের নভেম্বর থেকে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট বন্ধ হয় চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে।

মোসলেম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়