ঘাস কাটা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিল্লাল হোসেন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গরুর জন্য ঘাস কাটা নিয়ে কাথা কাটাকাটির সময় বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের যমুনার পাড় এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বিল্লাল একই এলাকার আব্দুর রাজ্জাক ছেলে।
ওসি মাজেদুর রহমান জানান, আজ গরুর জন্য ঘাস কাটতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ফারুকের ফিসারীর পাড়ে যান বিল্লাল মিয়া। এ সময় ইউপি সদস্যের ছোট ভাই খলিল মিয়া ঘাস কাটতে বাধা দেন বিল্লালকে। এ নিয়ে দুই জনের কথা মাঝে কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে খলিল মিয়া ঘাস কাটার কাঁচি কেড়ে নিয়ে বিল্লাল মিয়ার বুকে কোপ দেন। চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে বিল্লালকে উদ্ধার করে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্ষক্ষরণে বিল্লাল মিয়া মারা গেছেন।
ওসি মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো অভিযোগ দেননি।
মিলন/মাসুদ