ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:২২, ২৮ সেপ্টেম্বর ২০২৪
হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা

পাঁচ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে ভারতীয় কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা। প্রকার ভেদে ১৪০ টাকা কেজির কাঁচা মরিচ বর্তমানে এই বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা দরে।  

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত সোমবার ভারতীয় কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৪০ টাকা কেজি দরে। আজ সেই মরিচ বিক্রি হচ্ছে খুচরা বাজারে ২০০ থেকে ২২০টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশি কাঁচা মরিচের খেত নষ্ট হওয়ায় এবং ভারতে দাম বেড়ে যাওয়ায় এই পণ্যটির দাম বৃদ্ধির কারণ বলছেন ব্যবসায়ীরা। 

আরো পড়ুন:

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল খালেক বলেন, ‘আজ কাঁচা মরিচের কেজি ২২০ টাকা। বাজারের প্রতিটি পণ্যের দামই বেশি। এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ চলবে কী করে?’

হিলি বাজারে পাইকারি কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, ‘বৃষ্টিতে কৃষকের খেত নষ্ট হয়ে গেছে। যার কারণে দেশি কাঁচা মরিচের আমদানি একেবারেই নেই। টানা বৃষ্টির জন্য ভারতেও মরিচের দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনে তা বেশি দামে বিক্রি করছি। আজ প্রকার ভেদে কাঁচা মরিচ ১৯০ থেকে ২১০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি।’ 

খুচরা বাজারে কাঁচা মরিচের বিক্রেতা বলেন, যে দামে মরিচ কিনে আনছি তার চেয়ে একটু বেশি বিক্রি করছি। লাভ তো করতে হবে। 

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়