ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামালপুরে সেপটিক ট্যাংক থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:২০, ১১ অক্টোবর ২০২৪
জামালপুরে সেপটিক ট্যাংক থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

জামালপুরে নির্মাণাধীন পাঁচতলা ভবনের সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়া নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে শহরের নতুন বাইপাস মোড় এলাকার ভবনটির সেপটিক ট্যাংকে থেকে মরদেহটি উদ্ধার হয়। 

মারা যাওয়া চাঁন মিয়ার সহকর্মী ঠান্ডা মিয়া জানান, আজ ভোর ৪টার দিকে তারা দুই জন (চাঁন মিয়া-ঠান্ডা মিয়া) আলাদা হয়ে বিপরীত দিকে টহল শুরু করেন। এরপর থেকে চাঁন মিয়া নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও চাঁন মিয়াকে পাওয়া যায়নি। 

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, আজ সকালে নির্মাণাধীন পাঁচতলা ভবনের সেপটিক ট্যাঙ্কে তারা চাঁন মিয়ার মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন বলেন, ধারণা করা হচ্ছে তিনি (চাঁন মিয়া) সেপটিক ট্যাংকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে, পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।

শোভন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়