ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১২টি কাঁচামরিচের দাম ৩০ টাকা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:০০, ১৪ অক্টোবর ২০২৪
১২টি কাঁচামরিচের দাম ৩০ টাকা

বাগেরহাটে সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। সোমবার (১৪ অক্টোবর) বাগেরহাট শহরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। যা এক সপ্তাহ আগেও ছিল ১৮০-২২০ টাকা।

কাঁচামরিচের দাম এত বেশি কেন? এমন প্রশ্নে সবজি বিক্রেতা শেখ পারভেজ বলেন, অতিবৃষ্টি ও বন্যার পানিতে প্রায় সবজি ক্ষেতই নষ্ট হয়ে গেছে। বাজারে সরবরাহ কম থাকায় কাঁচামরিচসহ বেশির ভাগ সবজির দাম বেড়েছে।

মোস্তফা আলম নামের এক ক্রেতা বলেন, কাঁচামরিচের দাম এতটাই বেড়েছে যে প্রয়োজন অনুযায়ী কিনতে পারিনি। ৩০ টাকায় ১২টি কাঁচামরিচ কিনে বাড়ি ফিরছি।

খালিদ হাসান নামে আরেকজন বলেন, ১৫ দিন আগেও কাঁচামরিচসহ সব ধরনের সবজির দাম স্বাভাবিক ছিল। চলতি সপ্তাহে দাম অনেক বেড়ে গেছে। ২০০ গ্রাম কাঁচামরিচ কিনেছি ১৪০ টাকায়।

সালমা আক্তার নামে এক নারী বলেন, এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এভাবে চলতে থাকলে আমাদের বেঁচে থাকা কষ্ট হয়ে দাঁড়াবে।

বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজার দর নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং টাস্কফোর্স গঠন করা হয়েছে। নিয়মিত বাজারে অভিযান চালাচ্ছি। কোথাও অসঙ্গতি ও অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শহিদুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়