ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৪ অক্টোবর ২০২৪  
টাঙ্গাইলে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে রাবনা বাইপাস এলাকার সুফিয়া নামে এক নারী জমির আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার কাজ করছিলেন। এসময় তিনি হাত-পা বাঁধা লাশ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আরো পড়ুন:

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, ৯৯৯ নম্বর থেকে আমাদের ঘটনাটি জানানো হয়। আমরা ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কে বা কারা হত্যা করে এখানে লাশ ফেলে গেছে।

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়