ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের দুই স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৫৪, ১৯ অক্টোবর ২০২৪
চট্টগ্রামের দুই স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা 

চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম এবং নগরের এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১৯ অক্টোবর) সকাল পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যেই উপদেষ্টা দুই স্টেডিয়াম পরিদর্শন সম্পন্ন করেন।

সকাল পৌনে ৯টায় চট্টগ্রামের সাগরিকায় জহুর আহাম্মদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেন। এই সময় তিনি স্টেডিয়াম গ্রাউন্ড, গ্যালারিসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং স্টেডিয়ামের কর্মকর্তাদের সাথে কথা বলেন।

জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে বের হয়ে তিনি নগরের এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনে আসেন এবং স্টেডিয়াম গ্রাউন্ড ঘুরে দেখেন।

দুটি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা ও বিভাগের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।

রেজাউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়