ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

ঢাবি ছাত্রলীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২৫ অক্টোবর ২০২৪  
ঢাবি ছাত্রলীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল হক শুভকে (২৫) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া জাহিদুল হক শুভ আশুগঞ্জের আনিসুল হকের ছেলে। 

ওসি মোজাফফর হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন জাহিদুল হক শুভ। গত ২১ অক্টোবর ঢাকার শাহবাগ থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। শুধু তাই নয়, গত ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানাতেও তার বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার তালশহর এলাকা থেকে জাহিদুল হক শুভকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়