ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেরোবিতে দুই জাতীয় দৈনিক বয়কটের ডাক

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৩৪, ১ নভেম্বর ২০২৪
বেরোবিতে দুই জাতীয় দৈনিক বয়কটের ডাক

বেরোবির প্রধান ফটকের সামনে দুই জাতীয় দৈনিকে আগুন দেন শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটি আগুনে পুড়িয়ে বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পত্রিকা দুটিতে অগ্নিসংযোগ করেন তারা। এসময় বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম বলেন, ‘ডেইলি স্টার ও প্রথম আলো জুলাই-আগস্টে যে বিপ্লব হয়েছে তা মেনে নিতে পারেনি। তারা বিভিন্ন সময় নেগেটিভ খবর প্রচার করে আবারো ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছে। ওয়ান ইলেভেনের মূল কারিগর ডেইলি স্টার-প্রথম আলো। গণহত্যাকারী সংগঠন ছাত্রলীগকে তারা এখনো নিষিদ্ধ সংগঠন হিসেবে মনে করে না।’

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আলভির বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক সংবাদ প্রচার করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকা দুটি এদেশে আওয়ামী শাসকগোষ্ঠী এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হীন উদ্দেশ্যেকে অত্যন্ত নগ্নভাবে সমর্থন দান করেছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পত্রিকা পোড়ানোর ঘটনা ঘটেছে। বৈষষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নয়।’

সম্প্রতি প্রথম আলো নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউবে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পত্রিকা দুটি বয়কটের ডাক দিলেন।

আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়