ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

পলিথিন শপিং ব্যাগ বন্ধে খাগড়াছড়িতে সভা 

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৫ নভেম্বর ২০২৪  
পলিথিন শপিং ব্যাগ বন্ধে খাগড়াছড়িতে সভা 

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহার না করে বিকল্প হিসেবে কাপড় ও চটের ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সৈয়দ মুবিদ রায়হান ও ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক নাছরিন আক্তার।

রূপায়ন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়