ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জের মেয়েকে বিয়ে করলেন তুরস্কের যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:২৪, ৫ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জের মেয়েকে বিয়ে করলেন তুরস্কের যুবক

মুস্তফা ফাইক- মল্লিকা দম্পতি

ভালোবাসার টানে প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সিরাজগঞ্জেরর শাহজাদপুরে এসে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক।

গতকাল সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে মল্লিকাকে বিয়ে করেন মুস্তফা ফাইক নামে এই যুবক। 

আরো পড়ুন:

গত রোববার (২ নভেম্বর) মুস্তফা ফাইক বাংলাদেশে আসেন। 

মেয়ের পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামের আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা। সেই ছবিতে লাইক দেন মুস্তফা ফাইক। এরপর থেকে তদের মধ্যে শুরু হয় কথা।

একপর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ভাবের আদান প্রদান। পরে শুরু হয় প্রেম। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে গত রোববার (২ নভেম্বর) বাংলাদেশে আসেন মুস্তফা ফাইক। দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা গতকাল সোমবার রাতে বিয়ে করেন। 

মুস্তফা ফাইক বলেন, ‘ভালোবাসার টানে বাংলাদেশে এসেছি। পরিবারের সম্মতিতেই বিয়ে করেছি মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে আনন্দিত ও উৎফুল্ল। বাংলাদেশের মানুষ ও প্রকৃতি ভালো লেগেছে।’ 

তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশি মল্লিকা।

অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়