ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক নাদিম হত্যা: পুনঃতদন্তে র‌্যাব

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৩ নভেম্বর ২০২৪  
সাংবাদিক নাদিম হত্যা: পুনঃতদন্তে র‌্যাব

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক নাদিম হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা তদন্ত প্রতিবেদনে বাদীপক্ষের নারাজি মঞ্জুর করেছেন আদালত। র‌্যাবকে মামলার পুনঃতদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলী আদালতের বিচারক তৌহিদ হাসান পিয়াস এ আদেশ দেন।

আরো পড়ুন:

২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলা শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পর দিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সেই হত্যা মামলায় প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল আসামি জামিনে রয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী আনিছুর রহমান জানান, সিআইডি চলতি বছরের ২৭ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত অনেক আসামি বাদ পড়ায় ১০ সেপ্টেম্বর নারাজি দেয় বাদীপক্ষ। আজ বুধবার শুনানিতে বিচারক সেই নারাজি মঞ্জুর করেন।

র‌্যাবকে মামলার নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মামলার বাদী ও নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘মামলার তদন্তের দায়িত্ব যাকেই দেওয়া হোক, সেই সংস্থা যেন সুষ্ঠু তদন্ত করে এবং আমরা যেন সুষ্ঠু বিচার পাই।’

শোভন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়