ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩ শিক্ষার্থীর মৃত্যু

বাস বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৬, ২৩ নভেম্বর ২০২৪
বাস বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাস

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সালমা খাতুনকে প্রধান করে  চার সদস্যের এই কমিঠি গঠন করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন বলেন, “তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

আরো পড়ুন:

আরো পড়ুন: পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত

এর আগে আজ সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাসে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশে যাওয়ার সময় উদয়খালী বাজার পৌঁছালে একটি বাস পল্লী বিদ্যুতের তারের স্পর্শ আসে। এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী  বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তিন শিক্ষার্থী মারা যান। আহত হন অপর তিন শিক্ষার্থী।

মারা যাওয়া তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মুবতাসিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

ডিসি নাফিসা আরেফীন বলেন, “তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।”

এলাকাবাসী জানান, পল্লী বিদ্যুতের তারটি দীর্ঘদিন ধরেই ঝুলেছিল। সবাই ঝুঁকির মধ্যে ছিলেন। পল্লী বিদ্যুৎ যদি তারটি খোলা না রেখে কভার তার ব্যবহার করতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছেন।”

ঢাকা/রফিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়