ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে ৩৩ ঘণ্টা পর সড়ক ছাড়ল শ্রমিকরা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:০৩, ২৭ নভেম্বর ২০২৪
সাভারে ৩৩ ঘণ্টা পর সড়ক ছাড়ল শ্রমিকরা

সাভারের নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করেন শ্রমিকেরা

দীর্ঘ আলোচনার পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোর পর ঢাকার সাভারের নবীনগর-চন্দ্রা সড়ক থেকে টানা ৩৩ ঘণ্টার অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের আন্দোলনরত শ্রমিকরা।

এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম। ক্ষুদে বার্তায় তিনি জানিয়েছেন, “দীর্ঘ আলোচনা শেষে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। অবরোধ প্রত্যাহার হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।’’

আরো পড়ুন:

আন্দোলনরত শ্রমিকরা জানান, আইনশৃঙ্খলা বাহিনী, ডিইপিজেড কর্তৃপক্ষ এবং আন্দোলনরত শ্রমিকদের যৌথ বৈঠকে আগামী ৩ মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দেওয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, ‘‘আমি যতদূর জানতে পেরেছি, আলোচনায় শ্রমিকদের কাছ থেকে ৩ মাসের সময় নেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে কারখানা বিক্রি করে সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আগামী ২ ডিসেম্বর থেকে শ্রমিকদের তাদের কাগজপত্র জমা দিতে বলা হয়েছে, কারণ এই কাগজপত্র যাচাই-বাছাই করাও সময় সাপেক্ষ। এই কাজও যেন এগিয়ে রাখা যায় এবং কারখানা বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পাওনাদি পরিশোধ করা যায়।’’

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ২০২১ সালে আর্থিক সংকটের মুখে বন্ধ হয়ে যাওয়া ডিইপিজেডের প্রতিষ্ঠান লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বকেয়া পাওনার দাবিতে আন্দোলন শুরু করে। আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে আন্দোলনরত শ্রমিকরা অবরোধের পাশাপাশি পুরাতন ডিইপিজেডের ভিতরে প্রবেশও বন্ধ করে দেয়। ফলে ডিইপিজেডের পুরাতন অংশে অবস্থিত সব শিল্প ইউনিটের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ডিইপিজেডের গেটে দায়িত্বরত আনসার সদস্যরা জানান, সকালে ডিইপিজেড এর বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসলেও আন্দোলনরতরা তাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি। যার কারণে শ্রমিকরা গেট থেকে ফিরে যেতে বাধ্য হয়। তবে ডিইপিজেডের নতুন অংশে অবস্থিত শিল্প ইউনিটের কার্যক্রম স্বাভাবিক ছিল। 
 

ঢাকা/সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়