ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৮ নভেম্বর ২০২৪  
মাদারীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

মৃত শিশুদের স্বজনদের আহাজারি

মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে ডুবে ৫ বছর বয়সী শাপলা আক্তার ও ৩ বছর বয়সী আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। তারা ভাই-বোন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার চর-বাচামারা এলাকার করম আলী হাজীরকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু চর-বাচামারা গ্রামের সানোয়ার হোসেনের সন্তান। 

আরো পড়ুন:

পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলতে যায়। বাড়িতে পরিবারের লোকজন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুরা খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন শিশুদের দেখতে না পেয়ে খুঁজতে থাকে। এলাকবাসী পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি মোক্তার হোসেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। 
 

ঢাকা/বেলাল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়