ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় মারকাজ মসজিদে প্রবেশ নিয়ে সংঘর্ষ, আহত ৫

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২৯ নভেম্বর ২০২৪  
মাগুরায় মারকাজ মসজিদে প্রবেশ নিয়ে সংঘর্ষ, আহত ৫

মাগুরা শহরের ভায়না টেক্সটাইল মিল এলাকায় অবস্থিত মারকাজ সমজিদে প্রবেশ নিয়ে তাবলীগ জামাতের সাদ ও জুবায়ের পন্থিদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত পাঁচ জনকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি ওবায়াদুল্লাহ বলেন, “জেলা মারকাজ মসজিদে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।” 

আরো পড়ুন:

তাবলীগের মাওলানা সাদ এর অনুসারী রুহুল আমিন বলেন, ‌“মাগুরা জেলা মারকাজ মসিজদ নিয়ে কয়েকদিন ধরে প্রশানের সঙ্গে আলোচনা হচ্ছিল। প্রশাসনের অনুমতি নিয়ে আজ সাদ পন্থিরা মজিদের প্রবেশ করতে যান। এসময় জুবায়ের পন্থিরা বাধা দেন।” 

তিনি আরো বলেন, “বিকেলে জুবায়ের পন্থিরা সাদ পন্থিদের ওপর হামলা করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

মাগুরা সদর থানার ওসি ওবায়াদুল্লাহ বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনা হয়েছে। আগামী বৃহস্পতিবার প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হবে। বর্তমানে জেলা মারকাজ মসজিদে দুই গ্রুপের কেউ অবস্থান করতে পারবেন না।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়