ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৩০ নভেম্বর ২০২৪  
শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের ওমর ফারুকের ছেলে। 

মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামের বাসিন্দা ওমর ফারুকের পরিবারের লোকজন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোনো এক সময় আড়াই বছর বয়সী শিশু আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরে শিশু আব্দুল্লাহ এর চাচি রাশিদা বেগম পুকুর পাড়ে গেলে আব্দুল্লাহর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, পানিতে ডুবে মৃত্যুর কথা শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/তারিকুল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়