চকরিয়ায় হত্যা মামলার সাক্ষীকে তুলে নিলো দুর্বৃত্তরা, আহত ৪
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে হত্যা মামলার সাক্ষীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা ঘর লুটপাট করে চারজনকে কুপিয়ে আহত করে।
গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের গুরুইন্যাকাটা গ্রামে ঘটনাটি ঘটে। শনিবার (৩০ নভেম্বর) পর্যন্ত অপহৃতের কোনো সন্ধান পায়নি পুলিশ।
চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘‘ভুক্তভোগী পরিবারের অভিযোগ প্রাথমিক তদন্তের পর মামলা হিসেবে গ্রহণ করা হবে। অপহৃত নারীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।’’
অপহৃত নারীর নাম আয়েশা আক্তার (৩০)। তার দেড় বছর বয়সী সন্তান রয়েছে। তিনি একই গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের স্ত্রী।
থানায় দায়ের করা এজাহারে বলা হয়, সন্ত্রাসীরা পুলিশ পরিচয়ে মালেকের বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তারা নগদ ১ লাখ ২৬ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার লুট করে। হামালায় আহত আয়েশা আক্তারকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায়।
আহত অন্যরা হলেন- নুরুজা বেগম (৪০), মরিয়ম বেগম (৩৫), ফারজানা ইয়াছমিন (১৯) এবং আয়েশা ছিদ্দিকা (১৮)। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল সাহারবিল ইউনিয়নের রামপুরে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলার অন্যতম সাক্ষী ছিলেন অপহৃত আয়েশা আক্তার।
ঢাকা/তারেকুর/মাসুদ