ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:৫০, ৩ ডিসেম্বর ২০২৪
বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

সাজেক ভ্যালি

নিরাপত্তার কারণে মেঘের রাজ্য খ্যাত বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ভ্যালিতে বুধবার (৪ ডিসেম্বর) পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা ঘোষণা দেওয়া হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‍রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পাশ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী বুধবার (৪ ডিসেম্বর) সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, “সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।”

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় তিন দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। পরবর্তীতে সেই নিরুৎসাহিতকরণ আরো দুই দফা বৃদ্ধি করা হয়।

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়