ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ডিসি অফিসে অগ্নিকাণ্ড

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫৫, ৪ জানুয়ারি ২০২৫
বগুড়ায় ডিসি অফিসে অগ্নিকাণ্ড

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে শনিবার রাত ৮টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেন

বগুড়ার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কার্যালয়ের পশ্চিম পাশের নিচতলার বারান্দায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

আরো পড়ুন:

বগুড়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মঞ্জিল হক ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

মঞ্জিল হক বলেন, “ডিসি অফিসের নিচ তলায় আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যায়। নিচ তলায় পুরোনো ফাইল ও কাগজপত্রে আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে আমাদের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় কেউ আহত হননি। অন্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্ত করে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, “নিচতলার বারান্দায় মোবাইল কোর্টের কিছু কাগজপত্র ছিল। সেখানে আগুন লেগে‌ছি‌ল। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়