ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে ট্রেনের যাত্রাবিরতি বাতিলের প্রতিবাদে লাল কাপড় বেঁধে প্রতিবাদ

পঞ্চগড় প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৫৬, ১৯ জানুয়ারি ২০২৫
পঞ্চগড়ে ট্রেনের যাত্রাবিরতি বাতিলের প্রতিবাদে লাল কাপড় বেঁধে প্রতিবাদ

পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বাতিলের প্রতিবাদে এবং বিরতি বহাল রাখার দাবিতে লাল কাপড় বেঁধে রেললাইন অবরোধ করেছে স্থানীয়রা।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ছয়টার দিকে পঞ্চগড় থেকে সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। 

জানা গেছে, আটোয়ারী ও বোদা উপজেলার মানুষের জন্য ঢাকাসহ অন্যান্য গন্তব্যে যাওয়ার ‍সুবিধাজনক রেলস্টেশন কিসমত। এ স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন ধরে বিরতি দিয়ে আসছিল। সম্প্রতি এই স্টেশনে যাত্রাবিরতি বাতিলের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রবিবার (১৯ জানুয়ারি) থেকে এ স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল কার্যকরের কথা রয়েছে। এতেই ক্ষুব্ধ হন স্থানীয়রা। লাল কাপড় বেঁধে রেললাইন অবরোধ করেন তারা।

স্থানীয় আবু হাসান বাবু (২৫) নামে এক ব্যক্তি বলেন, “এ স্টেশন হয়ে ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রী যাওয়া আসা করে। তাই দ্রুতযান এক্সপ্রেসটির যাত্রা বিরতি প্রত্যাহার নয়, নিয়মিত যেন চালু রাখা হয় সে দাবিতে এলাকাবাসী অবরোধ করেছে। অবরোধের খবর শুনে ইউএনও ও পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলেন। তাদের দাবির কথা শুনেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলবেন এমন আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।” 

কিসমত রেলস্টেশন মাস্টার বজলুর রহমান জানান, এ স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির দুই মিনিটের যাত্রাবিরতি ছিল। এটা বাতিল করায় স্থানীয়রা সকালে যাত্রাবিরতির দাবিতে অবরোধ করে। পরে ইউএনও মহোদয়সহ পুলিশ এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন। পরে প্রশাসনের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। মূলত এ ট্রেনটির টিকিট খুবই কম বিক্রি হচ্ছে এ স্টেশনে।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, “সকালে কিসমত রেলওয়ে স্টেশনে অবরোধের তথ্য জেনে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি। তাদের যে বক্তব্য, তা প্রতিবাদ লিপি আকারে আমাকে দিতে বলেছি। এটা পেলে ডিসি স্যারের কাছে দিব। ডিসি স্যার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আসলে তাদের দাবি ছিল এ রেলস্টেশনে যে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি যেন প্রত্যাহার না করা হয় এবং সার্বক্ষণিক যেন স্টেশনটি খোলা রাখা হয়।”

উল্লেখ্য, স্টেশনটিতে দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, উত্তরবঙ্গ মেইল, পঞ্চগড় কমিউটার, কাঞ্চন কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করছে। দুই উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন হওয়ার কারণে দুই উপজেলার মানুষের কাছে আগ্রহের এটি।

ঢাকা/নাঈম/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়