ইটভাটা বন্ধ না করার দাবিতে কুড়িগ্রামে সমাবেশ
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ইটভাটা চালু রাখার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইট প্রস্তুতকারী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পরে তারা জেলা প্রশাসক নুসরাত সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেল প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী ও ইটভাটার মলিক খায়রুল ইসলাম। সমাবেশে ইটভাটার শ্রমিকরাও বক্তব্য রাখেন।
ইটভাটার শ্রমিক মহির উদ্দিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ইট ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করছি। ভাটাগুলো বন্ধ হয়ে গেলে আমাদের কাজ করার সুযোগ থাকবে না।”
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ঝিকঝাক ইটভাটা পরিচালনা করছি। ২০১৯ সালে সরকার ইটভাটাগুলোকে অবৈধ্য ঘোষণা করে। বর্তমানে আমরা নিয়ম মাফিক সব কাগজপত্র জমা দিলেও লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে সব ইটভাটা বন্ধ না করে পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।”
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “ইটভাটার মালিকদের দেওয়া স্মারকলিপি পেয়েছি।” ইটভাটার মালিকদের দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দেন তিনি।
ঢাকা/বাদশাহ/মাসুদ