ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৫  
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

নিহত বিএনপি নেতা মিজানুর রহমান শাহিন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা মিজানুর রহমান শাহিন (৪৫) নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

নিহত শাহিন কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।

আরো পড়ুন:

কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়। সোমবার সকালে কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় যান শাহিন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সকালে সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কে ব্যাটারিচালিত পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক শাহিন গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়