ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদক, দালাল আটক

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫  
পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদক, দালাল আটক

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এক দালালকে আটক করে দুদক

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তারা সেখান থেকে এক দালালকে আটক করেন তারা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। 

আরো পড়ুন:

আটক দালালের নাম এমদাদ হাওলাদার (৫০)। তিনি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। 

দুদক সূত্র জানায়, মাদারীপুর আঞ্চলিক সাপপোর্ট অফিস ও তার আশপাশে বেপরোয়া হয়ে উঠছে দালালচক্র। এমন তথ্যের ভিত্তিতে ছদ্মবেশে সেখানে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা। পাসপোর্ট করে দেবার শর্তে এক সেবা প্রত্যাশীর কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন এমদাদ হাওলাদার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। এরপর মুচলেকা দিয়ে স্ত্রীর জিম্মায় এমদাদকে ছেড়ে দেয় দুদক।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, “মাদারীপুর পাসপোর্ট অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। দালালের মাধ্যমে টাকা দিলেই কেবল সেবা পাওয়া যায়। দালালরা পাসপোর্ট ফাইলে সাংকেতিক চিহ্ন দিয়ে দেয়। সেই চিহ্ন না থাকলে সেবা পাওয়া যায় না।”

তিনি আরো বলেন, “শুধু দালাল ধরলেই হবে না। ধরতে হবে অফিসারদের। তাহলে কাঙ্খিত সেবা পাবে মানুষ।”

দুদক মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, “ভবিষ্যতে পাসপোর্ট অফিস ও তার আশপাশে এমন কর্মকাণ্ডে লিপ্ত না থাকার শর্তে আটক এমদাদকে তার স্ত্রীর জিম্মায় মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হয়রানি বন্ধে পাসপোর্ট অফিসে অভিযান নিয়মিত চলমান থাকবে।”

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, “পাসপোর্ট অফিসের বাইরে থেকে এক দালালকে আটক করেছে দুদকের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা।”

ঢাকা/বেলাল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়