রাজশাহীতে নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার, স্বামী পলাতক
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
রাজশাহীতে ভাড়া বাসা থেকে এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মেঝেতে হেলেনা আক্তার (৩৫) নামের ওই নারীর লাশ পড়ে ছিল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
হেলেনা আক্তার নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা রেললাইনের পাশের বস্তির এক কক্ষের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামীর নাম আলমগীর হোসেন ওরফে রয়েল। তিনি হেলেনার দ্বিতীয় স্বামী। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না তার।
নিহতের মা ও ভাই অভিযোগ করেছেন, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হেলেনাকে হত্যা করা হয়েছে। তবে, পুলিশ বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘‘সকালে বস্তির এক লোক ফোন করে ঘরে আগুনে পোড়া লাশ পড়ে থাকার কথা জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।’’
ওসি জানান, ‘‘ওই কক্ষে তেমন আসবাবপত্র নেই। মেঝেতেই ঘুমাতেন হেলেনা। আগুনে তার পুরো শরীর ঝলসে গেছে। পাশে একটি মশারিতে শুধু পোড়া চিহ্ন দেখা গেছে। আর কিছু পোড়েনি।’’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘‘হেলেনার আগের স্বামীর এক ছেলে আছে। সে মাদ্রাসায় আবাসিক থাকে। দ্বিতীয় স্বামীকে নিয়ে হেলেনা একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। যে ঘরে তারা থাকতেন তার পাশের ঘরে আরেক প্রতিবন্ধী নারী থাকেন। তিনি পুলিশকে জানিয়েছেন, আগুন লাগলে হেলেনার চিৎকার-চেঁচামেচি করার কথা। কিন্তু, এমন কিছু তিনি শোনেননি।’’
তিনি বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের জন্য আমরা হেলেনার স্বামী আলমগীর হোসেনকে খুঁজছি। কিন্তু, তাকে পাওয়া যাচ্ছে না। ধারণা করছি, তিনি পালিয়েছেন। এ ঘটনায় হেলেনার স্বজনেরা মামলা করলে নেওয়া হবে। তবে, কীভাবে তার মৃত্যু হয়েছে তা পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।’’
ঢাকা/কেয়া/রাজীব