ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাদির হাত ধরে স্কুলে যাচ্ছিল শিশুটি, ট্রলির ধাক্কায় নিহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
দাদির হাত ধরে স্কুলে যাচ্ছিল শিশুটি, ট্রলির ধাক্কায় নিহত

দাদির হাত ধরে স্কুলে যাচ্ছিল শিশু ইব্রাহিম ইসলাম (৫)। রাস্তা পারাপারের সময় একটি বালুবোঝাই ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। গুরুতর আহত হন দাদি আনোয়ারা বেগম (৬৫)। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনার পরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এ সময় তারা ঘাতক ট্রলিতে আগুন ধরিয়ে দেন। তবে, তার আগেই চালক পালিয়ে যান।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেহাবুর রহমান বলেন, ‘‘দাদির সঙ্গে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনের সড়কে দুর্ঘটনায় মারা যায় ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ করেছেন। তারা ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়