ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় বিপুল হত্যার প্রধান আসামি জুম্মান কসাই গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫  
বগুড়ায় বিপুল হত্যার প্রধান আসামি জুম্মান কসাই গ্রেপ্তার

জুম্মান কসাই

বগুড়ায় আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল হত্যার প্রধান আসামি জুম্মান কসাইকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চকযাদু রোডে সেলিম হোটেলের সামনে থেকে র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, জুম্মান কসাইসহ কয়েকজন গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড় এলাকায়  সানসাইন আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল মিয়াকে (৪২) ছুরিকাঘাত করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে বিপুল মারা যান।

নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করে সানসাইন আবাসিক হোটেলে ব্যবস্থাপক পদে চাকরি করতেন।

র‍্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ ব‌লেন, “গ্রেপ্তা‌রের পর জুম্মান আমা‌দের জানি‌য়ে‌ছেন, চাঁদা দাবি করে না পেয়ে বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জুম্মানকে আজ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/এনাম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়