ঝিনাইদহের সাবেক এমপি সালাউদ্দিন যশোরে গ্রেপ্তার
যশোর( অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে যশোর সদরের রুদ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সালাহউদ্দিন মিয়াজীর বাড়ি যশোর শহরের রেলগেট এলাকায়।
ওসি বলেন, ‘‘ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন ও তার শ্যালক জাকির হোসেন একটি পার্কে অবস্থান করছেন, জানতে পেরে স্থানীয় ছাত্র-জনতা তাদের সেখানে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন। পরে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন মিয়াজী।
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব