ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ছবি: রাইজিংবিডি

প্রশাসনের আশ্বাসে সাড়ে ৫ ঘণ্টা পর বিকেল ৩টায় গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার হয়েছে। এতে সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কালিয়াকৈরে হাইটেক পার্ক রেলস্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে রাখেন আন্দোলনকারীরা। দুপুরে খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আগামী ১৮ মার্চের মধ্যে শিক্ষার্থীদের দাবি বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণের বিষয়টি বাস্তবায়িত হবে-এমন আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।

আরো পড়ুন:

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ বলেন, “শিক্ষার্থীরা তাদের নাম পরিবর্তনের জন্য আন্দোলন করছিলেন। কর্মকতাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। পরে তারা অবরোধ তুলে নিয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” 

গাজীপুর/রেজাউল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়