ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া যড়যন্ত্রমূলক’

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২৩:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া যড়যন্ত্রমূলক’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া যড়যন্ত্রমূলক। গত ১৫ বছরে বিএনপির ৫ হাজারের বেশি নেতাকর্মী প্রাণ দিয়েছে নেতাকর্মী মামলায় জেল খেটেছে। স্থানীয় নির্বাচনের জন্য বিএনপি নেতাকর্মীরা প্রাণ দেয়নি।”

তিনি আরো বলেন, “বর্তমান সরকার সংস্কারের কথা বললেও তারা দৃশ্যমান কোন সংস্কার করছে না। বিএনপি কখনই ভারতের তাবেদারি করেনি। যদি করত তাহলে জিয়াউর রহমান বেঁচে থাকত।” 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, মাসুকুল ইসলাম রাজিব, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা। 

এর আগে জেলার বিভিন্ন স্থানে থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ যোগ দেয়।

ঢাকা/অনিক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়