ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রমজানে মাছের ঘাটতি হবে না’

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১ মার্চ ২০২৫   আপডেট: ১০:০০, ১ মার্চ ২০২৫
‘রমজানে মাছের ঘাটতি হবে না’

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেছেন, “রমজান মাসে মাছের ঘাটতি হবে এমনটা আমরা আশঙ্কা করি না। কেননা, প্রতিবছরই আমাদের রমজান মাসে মাছের সরবরাহ বেশি হয়। বাজারে বেশি চাহিদা থাকে মনে করে অনেক চাষি রয়েছেন, যারা রমজান মাসকে কেন্দ্র করেই পুকুরে মাছ ধরেন। ফলে রমজান মাসে মাছের সরবরাহ কম হওয়ার আশঙ্কা নেই।”

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া বাজারে মৎস্য কল্যাণ সমিতির ‘মৎস্য চাষি সম্মেলন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আরো পড়ুন:

ড. মো. আব্দুর রউফ বলেন, “বর্তমানে মাছের যে দাম রয়েছে, রমজান মাসেও ঠিক এরকমটাই থাকবে। দাম বেশি বাড়বে না বলে প্রত্যাশা করি। বাজার মনিটরিংয়ের জন্য ঢাকা মহানগরে আটটি কমিটি গঠন করা হয়েছে, যাতে কৃত্রিম সংকটে মাছের দাম বাজারে বৃদ্ধি না পায়। জেলা শহরগুলোতে জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা বাজার মনিটরিং করবেন।” 

এর আগে, গতকাল বিকেলে নাটোরসহ আশেপাশের জেলার মৎস্য চাষিরা সম্মেলন স্থলে আসেন। আগত মৎস্যচাষিরা এই অঞ্চলে মাছ চাষ করতে গিয়ে তাদের নানামুখী সমস্যার কথা মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাটোরের স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। 

সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াহিদ মণ্ডল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য কল্যাণ সমিতির সভাপতি মো.আব্দুস সালাম মিয়া।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়