ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২ মার্চ ২০২৫  
নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে মুহাম্মদ নুরুন্নবী (৪৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের নিকুনছড়ি বিওপি এলাকার হামিদিয়া পাড়া সংলগ্ন সীমান্তের ৪২ নম্বর পিলারে মিয়ানমারের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

আহত ব্যক্তির নাম মুহাম্মদ নুরুন্নবী। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল বিকেলের দিকে হামিদিয়া পাড়ার সংলগ্ন সীমান্তের ৪২ নম্বর পিলার এলাকায় পাখি শিকার করতে যান মুহাম্মদ নুরুন্নবী। এ সময় মিয়ানমারে অভ্যন্তরে ঢুকে পড়লে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় স্থল মাইন্ড বিষ্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ঢাকা/চাইমং/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়