ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খোয়াই নদীর ওপরে নির্মিত নতুন ব্রিজ বন্ধ থাকবে ১২ ঘণ্টা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৩ মার্চ ২০২৫  
খোয়াই নদীর ওপরে নির্মিত নতুন ব্রিজ বন্ধ থাকবে ১২ ঘণ্টা

শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ওপরে নির্মিত নতুন ব্রিজ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ওপরে নির্মিত নতুন ব্রিজ মেরামতের জন্য আগামী ১৭ মার্চ রাত ১১টা থেকে পরদিন ১৮ মার্চ সকাল ১১টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। 

এ সময় ৪টি বিকল্প সড়ক পথে যান চলাচল করবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট-১ : নছরতপুর-হবিগঞ্জ-বালিখাল সেতু-নবীগঞ্জ-আউশকান্দি-শেরপুর-সিলেট, বিকল্প রুট-২ : শায়েস্তাগঞ্জ গোলচত্বর হবিগঞ্জ-বালিখাল সেতু-নবীগঞ্জ-আউশকান্দি-শেরপুর-সিলেট, বিকল্প রুট-৩ : জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক)-মিরপুর (বাহুবল)-শেরপুর-সিলেট এবং বিকল্প রুট-৪ :  জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক) শ্রীমঙ্গল-মৌলভীবাজার।

ঢাকা/মামুন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়