ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় ৮০ ভরি স্বর্ণালংকার চুরি 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১৫ মার্চ ২০২৫  
গাইবান্ধায় ৮০ ভরি স্বর্ণালংকার চুরি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অলংকার জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের হাজী মার্কেটে এ চুরি হয়।

স্থানীয়রা জানান, অলংকার জুয়েলার্সের পাশের সেতু লাইব্রেরির ভিতর দিয়ে ঢৃকে  জুয়েলার্স দোকানের দেয়াল কেটে প্রায় ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। আজ শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুকে রাখা স্বর্ণালংকার দেখতে না পেয়ে দোকান মালিক কার্তিক চন্দ্র সরকার চিৎকার ও কান্নাকাটি শুরু করেন। স্থানীয় লোকজন তার দোকানে ছুটে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।    ক্ষতিগ্রস্ত অলংকার জুয়েলার্সের স্বত্বাধিকারী কার্তিক চন্দ্র সরকার জানান, তার  দোকানে থাকা প্রায় ৮০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। ড্রয়ারে নগদ দেড় লাখ টাকা ছিল, সেটাও নিয়ে গেছে। এক ভরি সোনার দাম প্রায় দেড় লাখ টাকা। এতে তার এক কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।

আরো পড়ুন:

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেতু লাইব্রেরির তিন কর্মচারিকে থানায় নিয়ে আসা হয়েছে।

চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

ঢাকা/মাসুম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়