ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রেপ্তার আরাকান আর্মির ৪ সদস্যসহ ১০ জনের নামে দুই মামলা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ১৯ মার্চ ২০২৫  
গ্রেপ্তার আরাকান আর্মির ৪ সদস্যসহ ১০ জনের নামে দুই মামলা

ময়মনসিংহে গ্রেপ্তার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যসহ ১০ জনের নামে পৃথক দুইটি মামলা হয়েছে। মামলায় ১২ভরি স্বর্ণালংকার ও ৩০ লাখ টাকা জব্দ দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে র‍্যাব ১১-এর সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা দুইটি করেন। থানার ওসি শফিকুল ইসলাম খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মামলার আসামিরা হলেন- হাসান, আসমাউল হোসনা, শাহিদ, শাহিনা, সোনোয়ারা, আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ ও আসমতউল্লাহ।

এর আগে, গত সোমবার মধ্যরাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি নামে একটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে দুই শিশুসহ ৬ জনকে আটক করা হয়। 

ওসি শফিকুল ইসলাম খান বলেন, ‍“চারজনকে ময়মনসিংহ ও ছয়জনকে নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পনা করছিলেন। আসামিরা নারায়ণগঞ্জ রয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়