ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কচুয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৪ এপ্রিল ২০২৫  
কচুয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা

ফাইল ফটো

চাঁদপুরের কচুয়ায় নুরুল হক নামে এক যুবলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, পরকীয়া প্রেমের কারণে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

নিহত নুরুল হক বিতারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি বিতারা গ্রামের মৃত সুলতানের ছেলে।

নিহতের স্ত্রী জাহানারা বেগম বলেন, ‍“গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে জালাল আমার স্বামী নুরুল হককে পাশের বাড়ির আব্দুর রহিমের ছেলে শুকুর আলীর নির্দেশে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। তিন বছর আগে শুকুর আলীর ডিভোর্সী প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকা নিয়ে সন্দেহ করে সেখানে আমার স্বামীকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।”

ঘটনার পর থেকে অভিযুক্তরা পালাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, “তিন বছর আগের পরকীয়া প্রেমের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে খবর পাই। রাতেই নুরুল হকের মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।”

ঢাকা/অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়