ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালিশে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:৪১, ২৩ এপ্রিল ২০২৫
সালিশে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফাইল ফটো

পটুয়াখালীর বাউফলে সালিশ বৈঠকে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসীম পঞ্চায়েতের (৪৫) বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী সালিশদার মফিজ মাতব্বর (৪৩) বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে।

আরো পড়ুন:

এর আগে, একই দিন বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়নের কাপুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামের বাসিন্দা জাকির হাওলাদার তার ভাতিজা মাহবুব হাওলাদার ও রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে গেলে দুই পক্ষ বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করবেন বলে জানান। পরে স্থানীয় মফিজ মাতব্বরকে সালিশদার মেনে উভয়পক্ষ একটি সালিশ বৈঠকের আয়োজন করে।

মঙ্গলবার বিকেলে সালিশ বৈঠক শুরু হওয়ার কিছু সময় পরেই জসীম পঞ্চায়েত তার কয়েকজন সহযোগীসহ সেখানে উপস্থিত হন। পরে সেই সালিশ পণ্ড করে মফিজ মাতব্বরকে গালাগালি ও মারধর করেন। এছাড়া, উপস্থিত অনেককে মারধরসহ হুমকি-ধমকি দেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সালিশে দাওয়াত না পেয়ে জসীম ক্ষিপ্ত হন। এর আগে, তিনি নিজে সালিশ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাকে না ডেকে মফিজ মাতব্বরকে সালিশদার করা হয়। এই কারণেই তিনি হামলা চালিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে জসীম পঞ্চায়েতের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়